পিরোজপুরের নেছারাবাদে ব্যবসায়ী আজমল হোসেন (৫৩) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মিয়ারহাট বন্দরের মাঝিবাড়ীতে এ কর্মসূচি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক মো. রফিকুল ইসলাম বাচ্চু, নিহত আজমলের আপন ভাই আসলাম হোসেন, বোন জামাই মো. দেলোয়ার হোসেন, প্রতিবেশী আতিকুল ইসলাম লিটুসহ স্থানীয়রা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি আমরা জানি না। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। সেখানে ময়নাতদন্ত হয়েছে। এখনো রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার সুটিয়াকাঠি ইউনিয়নের গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী আজমল হোসেনকে ঘরের শয়ন কক্ষ থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর থেকেই নিহত আজমলের পরিবার দাবি করে আসছিল তাঁকে হত্যা করা হয়েছে।