বুধবার বিশেষ দিন উদ্যাপন করলেন তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। ২০০৪ সালের ৭ অক্টোবর তাঁদের বিয়ের দিন হলেও ৩ আগস্ট দিনটিও সমান গুরুত্বের সঙ্গে পালন করেন তাঁরা। ২০০০ সালের এ দিন তাঁরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সে হিসাবে ২২ বছর ধরে পাশাপাশি আছেন মোশাররফ-জুঁই। বিশেষ দিনটি কেক কেটে পারিবারিক আবহে উদ্যাপন করলেন তাঁরা। আকাশি রঙের কেকের ওপর লেখা ছিল ‘টোয়েন্টি টু ইয়ারস অব টুগেদারনেস’।