হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ আটক তরুণ জেলে

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার ধর্ষণের শিকার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসান মিয়া উপজেলার সিদলাই ইউনিয়নের বাসিন্দা। গতকাল সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত হাসান। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিলেও শিশুটি তা প্রত্যাখ্যান করে।

গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা-মা ও ভাই দেবিদ্বার এলাকায় চলে যান। এই সুযোগে ওই রাতেই হাসান মাদ্রাসাছাত্রীর বাড়ি গিয়ে জোর করে ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে হাসান দৌড়ে পালিয়ে যান।

এদিকে মামলার পর রাতেই মোহাম্মদ সৌরভ হোসেনের নেতৃত্বে পুলিশ একটি দল অভিযান চালিয়ে হাসান মিয়াকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। গতকাল হাসানকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান মিয়া নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ