স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে নিউজিল্যান্ড দুই উইকেট হারানোর পর নিশ্চয় নড়েচড়ে বসেছিলেন অনেকে। আরেকটি অঘটন বিশ্বকাপ আরও জমিয়ে দিতে পারে কি না—এমন প্রশ্নও হয়তো এসেছিল অনেকের মধ্যে। তবে সেসব শঙ্কা উড়ে যেতেও সময় লাগেনি। ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংসে প্রথম অর্ধেই ম্যাচ শেষ করে দেন মার্টিন গাপটিল।
এবারের বিশ্বকাপের দ্বিতীয় শতক পাওয়া না হলেও ৫৬ বলে ৬ চার ও ৭ ছক্কার ইনিংসটি ছিল চোখে লেগে থাকার মতো। ৩৩ রান করেন ফিলিপস। কিউইরা থামে ৫ উইকেটে ১৭২ রানে। স্কটল্যান্ড করেছে ৫ উইকেটে ১৫৬ রান।