বগুড়ার সারিয়াকান্দিতে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নয় বছরের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বেড়াপাঁচবাড়িয়া গ্রামের সুলতান শেখের ছেলে মো. রাজ মামুনকে গত রোববার রাতে অপহরণ করা হয়। পরে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মঙ্গলবার সারিয়াকান্দি থানায় অভিযোগ করার পর বুধবার সকালে শিশুর লাশ পার্শ্ববর্তী ধানখেত থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফরিদুল ইসলামকে। তিনিই অপহরণের পরদিন মামুনের বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করেছিলেন। ফরিদুল রংপুর জেলার পীরগাছার বাসিন্দা। তাঁর তথ্যের ভিত্তিতে সারিয়াকান্দি থানার বেড়াপাঁচবাড়িয়া গ্রামের (চর এলাকা) ধানখেত থেকে শিশু মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।