সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ শেষে চূড়ান্ত বিল না পাওয়ায় মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন।
গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন করে সংগঠনটি। বাঁধ নির্মাণে কৃষকের সমন্বয়ে গঠিত ‘প্রকল্প বাস্তবায়ন কমিটি’ (পিআইসি) পদ্ধতি বিলুপ্ত করে পুনরায় ঠিকাদারী প্রথা চালু করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বক্তারা।
জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।
জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন বলেন, ‘বাঁধ নির্মাণকাজে কৃষকদের নিরুৎসাহী করতে অপতৎপরতা চলছে। বছর পার হয়ে গেলে অনেক প্রকল্পের বিল পরিশোধ করা হচ্ছে না। বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা লুটপাটের পাঁয়তারা করতে দেওয়া হবে না। যারা গত অর্থ বছরে ভালো কাজ করেছেন কাজ অনুপাতে অবিলম্বে বিল পরিশোধ করতে হবে।