হোম > ছাপা সংস্করণ

অর্ধেক ভাড়াসহ পাঁচ দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে গণপরিবহনে অর্ধেক ভাড়াসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর ষোলোশহর বিপ্লবী উদ্যানের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

আন্দোলনে অংশ নেওয়া রাফি নামের এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি নতুন নয়। এটি আমাদের যৌক্তিক দাবি। চট্টগ্রামে তো হাফ পাসের সিস্টেমই নেই।’

রাফি আরও বলেন, ‘৩ নম্বর ও ৪ নম্বর বাসে হাফ ভাড়া দিতে গেলে বাসের সহকারীরা নিতে চান না। তাঁরা বলেন, “ওঠা-নামা ১০ টাকা। ” প্রশাসন সুদৃষ্টি দিলে চট্টগ্রামে শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে না।’

সমাবেশে শিক্ষার্থীরা যে সব দাবি তুলে ধরেন, তা হলো সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করা, পরিবহন খাতে শ্রমিকদের ওপর চলমান সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা।

আন্দোলনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এর পাশাপাশি বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদেরও উপস্থিত হতে দেখা গেছে। পরে বেলা পৌনে ১টায় ২ নম্বর গেট থেকে একটি মিছিল বের করা হয়। জিইসির মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ