ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। ৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।
দেলোয়ার হোসেন বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের নুরল হকের ছেলে। তিনি কালমেঘ আর আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০০৯ সালে এসএসসি ও ২০১১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং লেদার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করেন।
মা-বাবাসহ দুই বোন ৩ ভাইয়ের মধ্যে দেলোয়ার হোসেন সবার ছোট। গ্রামের থেকে কঠোর পরিশ্রম করে ঢাবিতে চাকরি পাওয়ার খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন দেলোয়ার।
দেলোয়ার হোসেন বলেন, ‘ঢাবিতে চাকরি করাটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি কঠোর পরিশ্রম ও সকলের সহযোগিতায় আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’