পিরোজপুরে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নে এক যুবককে কুপিয়ে আহত করেছেন তাঁর সাবেক প্রেমিকা। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার দক্ষিণ নামাজপুরে এ ঘটনা ঘটেছে। আহত সাগর খলিফা (৩০) সাপলেজার ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘হামলাকারী নুসরাত ফারিয়ার (২২) সঙ্গে আমার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তখন সে আমার কাছ থেকে নানা অজুহাতে টাকা নিয়েছে। দুই বছর আগে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। পরে সালিসের মাধ্যমে সমাধানও হয়। কিন্তু গত কয়েক দিন ধরে সে আমার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করে। তবে আমি তাকে এড়িয়ে চলি। মঠবাড়িয়া থেকে এসে আমি আমার নামাজপুরের জমি দেখতে যাই। জমি দেখা শেষ করে শহরে যাওয়ার পথে নুসরাত লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।’
এ বিষয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’