ভারতীয় সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কারের আসর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, সংক্ষেপে যাকে বলা হয় আইফা। ২০০০ সাল থেকে প্রতিবছর হিন্দি সিনেমার নির্মাতা-শিল্পী-কলাকুশলীদের দেওয়া হয় এ পুরস্কার। ২০১৬ সালে পুরস্কারের পরিধি বাড়িয়ে যোগ করা হয় দক্ষিণি ইন্ডাস্ট্রিকেও। আইফার ২৪তম আসরটি এবার হয়ে গেল আবুধাবিতে। তিন দিনের এ আসরের প্রথম দিনটি বরাদ্দ ছিল দক্ষিণি সিনেমার জন্য।
২৭ সেপ্টেম্বর ‘আইফা উৎসভম’-এ সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘জেলার’। সেরা তেলুগু অভিনেতা হয়েছেন নানি, সেরা তামিল অভিনেতা বিক্রম। আর ‘পন্নিয়েন সেলভান টু’তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঐশ্বরিয়া রাই।
২৮ সেপ্টেম্বর একই স্থানে দেওয়া হয় হিন্দি সিনেমার পুরস্কার। শাহরুখ খান ছিলেন অন্যতম সঞ্চালক, তাঁর সঙ্গে ছিলেন ভিকি কৌশল ও করণ জোহর। কেবল সঞ্চালনা নয়, মঞ্চে নাচতেও দেখা যায় তিনজনকে। সেই সব মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবচেয়ে বেশি নজর কেড়েছে এ দিন সঞ্চালক হিসেবে শাহরুখের বলা নানা কথা।
‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ। এ সিনেমা নির্মাণের সময় ছেলে আরিয়ানের গ্রেপ্তার ও মাদক মামলা নিয়ে কঠিন পরিস্থিতি পার করছিলেন অভিনেতা। শাহরুখ বলেন, ‘জওয়ান বানানোর সময় আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। গৌরীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে-ই এ সিনেমায় ইনভেস্ট করার ব্যাপারে উৎসাহ দিয়েছিল আমাকে।’
গতকাল ‘আইফা রকস’ নামের পারফরম্যান্স দিয়ে শেষ হয় এ বছরের আয়োজন। এতে অংশ নেন শিল্পা রাও, হানি সিং, শঙ্কর-এহসান-লয়সহ অনেকে।