হোম > ছাপা সংস্করণ

বরই চাষে লাভবান মেহেদী

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালায় আগাম টক-মিষ্টি জাতের বরই চাষ করে লাভবান হয়েছে কৃষক মেহেদী হাসান পলাশ। তিনি ইতিমধ্যে সাড়ে ৬ বিঘা জমিতে আগাম টক-মিষ্টি জাতের বরই চাষ করে দুই লাখ টাকার বরই বিক্রি করেছেন।

কৃষক মো. মেহেদী হাসান পলাশ জানান, উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের সহায়তায় বাইগুনি ও শাকদহ গ্রামে প্রায় সাড়ে ৬ বিঘা জমিতে আগাম টক-মিষ্টি জাতের বরই চাষ করেন। এ জাতের বরই চাষে সংস্থাটি চারা সরবরাহ, সার, চাষ, সেচ, শ্রমিকের খরচ এবং প্রযুক্তিগত সহায়তা দেয়।

এক বিঘা বরই চাষে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় প্রায় দেড় লাখ টাকা। আর দ্বিতীয় বছরে খরচ অনেক কম আসে, বিক্রি হয় প্রায় ২ লাখ টাকার বরই। বিঘা প্রতি প্রথমবার ১৭০-২০০টি চারা লাগানো হয় কিন্তু দ্বিতীয় বছরে কিছু চারা কেটে ফেলতে হয়। তখন চারা হয় ১০০-১২০টি। এতে ফলনও বাড়ে। এ পর্যন্ত প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার বরই বিক্রি করেছেন বলে জানান এই কৃষক।

উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, তালা উপজেলায় অন্যান্য কুলের পাশাপাশি এবার সাড়ে ৯ বিঘা জমিতে আগাম জাতের টক-মিষ্টি কুলের চাষ করা হয়েছে। ফলনও মোটামুটি ভালো হয়েছে। আগাম ফলন হওয়ায় ৯০ থেকে ১৩০ টাকা বাজার দরে বিক্রি করেছেন চাষিরা। আগামী বছর এই কুলের চাষ আরও বাড়বে বলে তিনি আশাবাদী।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে তালা উপজেলায় ১৩০ হেক্টর জমিতে কুল চাষ করেছেন কৃষকেরা। পরিবহন সেক্টরে কাঁচামাল বহনে কোনো বিধিনিষেধ না থাকায় করোনার নতুন ধরন ওমিক্রনের কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ