রাজশাহীতে নির্মাণাধীন একটি মাদ্রাসা ভবনের ছাদের ঢালাইয়ের একটি অংশ ভেঙে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন।
তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মহানগরীর তালাইমারী দারুল-উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সজল (১৭) ও হজরত (২৮)। ঘটনার পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মাদ্রাসা থেকে সটকে পড়েন। শিক্ষা প্রকৌশল বিভাগেরও কাউকে মাদ্রাসায় দেখা যায়নি।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সদস্য আবু সাইদ জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মাদ্রাসার ভবন নির্মাণের কাজ চলছে। রোববার দুপুর ১২টার দিকে ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ ঢালাই ভেঙে পড়ে যায়। এতে তিনজন শ্রমিক আহত হন। পরে তাঁদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।