নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো ‘শেখ রাসেল ১৮ তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২১’। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথম ও নৌবাহিনীর পলাশ চৌধুরী দ্বিতীয় এবং মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার প্রথম এবং সেনাবাহিনীর মোছা মুক্তি খাতুন দ্বিতীয় স্থান লাভ করেছেন। গতকাল রোববার দুপুরে শহরের বাঁধাঘাট চত্বরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস প্রমুখ।