খুলনায় নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সোহাগ দেওয়ান নামে এক সাংবাদিককে ফাঁসানোর অভিযোগে ফরিদা ইয়াসমিন মনিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সন্ধ্যায় খুলনার বসুপাড়া টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের ৫ তলা বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৬।
আটক হওয়া প্রতারক মনি শহরের করিমনগর মসজিদ এলাকার বাসিন্দা। র্যাব তাঁকে খুলনার সদর থানায় হস্তান্তর করবে বলে জানিয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, তিন শ টাকার নকল ওই স্ট্যাম্পে বলা হয় ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩ লাখ ৭৭ হাজার টাকা নিয়েছেন। এ অঙ্গীকারনামাটি ব্যবহার করে এক চক্র সোহাগ দেওয়ানকে হয়রানি ও চাঁদা দাবি করতে থাকে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, ‘সংঘবদ্ধ আসামিরা স্ট্যাম্প জালিয়াতি করে বাদী সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি অঙ্গীকার নামা তৈরি করে নানাভাবে হয়রানি ও চাঁদা দাবি করেন। এ বিষয়ে সকল তথ্য প্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করা হলে আদালত থানা-পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।’