লালমনিরহাটের কালীগঞ্জ থানায় নতুন যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুলের সঙ্গে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে থানার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি এটিএম গোলাম রসুল দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ কমে যাবে।’
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সহসভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।