হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যের বিরুদ্ধে দুজনকে মারধরের অভিযোগ

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে দুই ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার দুই ব্যক্তি হলেন ইলিয়াস সরদার ও ওমর আলী সরদার। ইলিয়াস সরদারকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইলিয়াস সরদার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত রোববার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর গ্রামের ইলিয়াস সরদার ও ওমর সরদার স্থানীয় ইউপি সদস্য ইউনুচ আকনের কাছে ওয়ারিশ সনদপত্রে স্বাক্ষর আনতে যান। সন্ধ্যার পরে দু্ই ভাই কাচিকাটা সেতু সংলগ্ন সুলতান চৌকিদারের দোকানে যান। এ সময় ইউপি সদস্য ওয়ারিশ সনদে স্বাক্ষর করে তারিখ উল্লেখ করেননি। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। তখন ইউপি সদস্য এবং তাঁর সঙ্গে থাকা লোকজন দুই সহোদরকে মারধর করেন। তাঁদের সঙ্গে থাকা মোটরসাইকেল, গলার চেইন এবং নগদ টাকাও রেখে দেয়। দোকানদার সুলতান চৌকিদার মারধর ও মোটরসাইকেল রেখে দেওয়ার কথা জানান।

ইউনুচ আকন বলেন, ‘আমি লোকজন নিয়ে দোকানে যাওয়ার পথে ইলিয়াস ও তার ভাই মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। তখন আমার সঙ্গে থাকা লোকজনের হামলার ভয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ মিয়া বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ