জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বিভিন্ন স্থানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গতকাল রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়। পরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।
জামালপুর: প্রতিবছর পয়লা ডিসেম্বর সরকারিভাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১২.১ মিনিটে এই কর্মসূচি উদ্বোধন করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, এর উপদেষ্টা বীর প্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলাল। জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ এতে সভাপতিত্ব করেন।
নেত্রকোনা: নেত্রকোনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পতাকা শোভাযাত্রা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার সকালে আনাসার ব্যাটালিয়ন ও জেলা আনসার কমান্ড্যান্ট পৃথক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা দুটির নেতৃত্ব দেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আছলাম শিকদার ও নেত্রকোনা আনসার কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ।
নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা র্যালি হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই র্যালি হয়।