ভেজাল খাদ্য উপকরণ আমদানি ও বিক্রির অপরাধে ময়মনসিংহে এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যার পর নগরীর মেছুয়া বাজারের পিকে এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের মালিককে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উজ্জ্বল। এ সময় জেলা পুলিশ, র্যাব-১৪ ও মসিকের স্যানিটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট বলেন, ভেজাল খাদ্য উপকরণ আমদানি ও বিক্রির অভিযোগে মেছুয়া বাজারে পিকে এন্টারপ্রাইজ নামক এক ব্যবসাপ্রতিষ্ঠানে (দোকান) অভিযান চালানো হয়। অনুমোদনহীন বিভিন্ন ভেজাল খাদ্য উপকরণ আমদানি, বিক্রি, মজুত করায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।