হোম > ছাপা সংস্করণ

ইসির ‘অর্থহীন’ সংলাপে যাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সমমনা জোট ও দলগুলোকে নিয়ে আন্দোলন করছে বিএনপি। এই দাবির বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের বিষয়ে কোনো আগ্রহ নেই তাদের, যে কারণে আমন্ত্রণ পেয়েও ইসির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব বরাবর চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে চিঠিতে জানানো হয়। বিএনপির দপ্তরে আসা ওই চিঠি সেদিনই মহাসচিবের কাছে পাঠানো হয়।

নির্বাচনকালীন সরকার বিষয়ে ফয়সালা হওয়ার আগে ইসির এই সংলাপকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করা অর্থহীন, যে কারণে ইসির সঙ্গে এ বিষয়ে কোনো সংলাপে আমরা যাব না।’ 

এর আগে গত বছরের ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। ওই সংলাপের আমন্ত্রণও প্রত্যাখ্যান করে বিএনপি। গত ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের দিনক্ষণ থাকলেও তা বর্জন করে দলটি। যদিও সেই সংলাপে বিএনপির সমমনা বেশ কয়েকটি দল অংশ নেয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ