খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুণ্ডা ও মাহাতো সম্প্রদায়ের প্রায় এক হাজার ২০০ লোকের বসবাস। বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগলেও এখনো মুন্ডারা পিছিয়ে রয়েছেন। এই জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্টের (আইসিডি) প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। তারই স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে পেয়েছেন সম্মাননা।
তারই ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ ভূষিত হন। এ সম্মানে ভূষিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়ার পাশাপাশি মুন্ডাবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে উপজেলা সাইক্লিং গ্রুপের আয়োজনে তাকে মুন্ডাবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।
আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, সম্মান বড় বিষয় নয়। মুন্ডাদের নিয়ে কাজ করতে পেরেছি এটাই বড় কথা। মুন্ডাদের জীবন মান উন্নয়নে ভবিষ্যতে আরও কাজ করতে পারি এ জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সহযোগিতা করবেন।