ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় আচরণবিধি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৮টি ইউপিতে গত কয়েকদিন ধরে এসব স্থাপন করা হচ্ছে।
অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থক এবং ভোটারদের নির্বাচনী বিধিনিষেধ জানা আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘নির্বাচনী আচরণবিধি জানা ও মান্য করা আবশ্যক। এসব সবার অবগতির জন্য জনবহুল স্থানে প্রচারপত্র টানিয়ে দেওয়া হয়েছে। এতে বিধিমালার চুম্বক অংশ সংকলিত করা হয়েছে।’