হোম > ছাপা সংস্করণ

পাউবোর কর্মকর্তাকে মারধর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাপাউবোর (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পাউবোর কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে নির্বাহী প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন হয়।

এ সময় বাপাউবোর কর্মকর্তা-কর্মচারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

প্রায় আধঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন, উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী মাহবুবুল আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানা। এ সময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার বিকেলে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার পাগলা নদীর তীরে নিলামে বিক্রি করা বালুমাটিগুলো ঠিকাদারদের সঠিক নিয়মে মেপে বুঝিয়ে দিচ্ছিলেন সোহেল রানা। এ সময় দায়িত্ব পালনকালে সরকারি কাজে বাধা দেন ওইসব ঠিকাদারের লোকজন। তাঁদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল রানার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান তাঁরা এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা।

এদিকে এ ঘটনায় দুই ঠিকাদারকে আসামি করে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সোহেল রানা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ