মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ রাজু তালুকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে মোরেলগঞ্জ থানা-পুলিশের একটি দল ধানসাগর গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে রাজু তালুকদারকে আটক করে। তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাজু তালুকদার পল্লিমঙ্গল বিদ্যালয় এলাকায় ক্ষুদ্র ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।