হোম > ছাপা সংস্করণ

ইলিশ রক্ষার অভিযানে মার খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

খান রফিক, বরিশাল

মা ইলিশ রক্ষায় অভিযানে নেমে বারবার মার খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে মেঘনা নদী ঘেরা হিজলা ও মেহেন্দীগঞ্জে অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। গত এক সপ্তাহে অন্তত পাঁচ জায়গায় হামলা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে গতকাল হিজলার খালিসপুরে দুর্বৃত্তদের বইঠার আঘাতে পুলিশ ও মৎস্য কর্মকর্তাসহ ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিন শতাধিক জেলেকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বরিশাল মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেছেন, বিভিন্ন উপজেলায় একাধিক সংঘবদ্ধ চক্র ভাড়াটে লেবারদের টাকার বিনিময়ে নদীতে নামিয়ে দিচ্ছে।

এদের দমাতে অচিরেই বড় ধরনের অভিযানে যাচ্ছে প্রশাসন, এমনটাই জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

গতকাল বৃহস্পতিবার ভোরে হিজলার খালিসপুরের মেঘনায় মৎস্য কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করে থানা-পুলিশ। ২০ জনের দলটি ঘটনাস্থলে এলে বইঠা দিয়ে অতর্কিত হামলা চালান মৌসুমি জেলেরা।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান,  দলটি ট্রলার ও স্পিডবোট নিয়ে বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীতে যায়। জেলেদের কাছাকাছি যাওয়ার পরপরই তাঁরা হামলা চালান। এ সময় ৯ জেলেকে আটক করা হয়।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া সাংবাদিকদের বলেন, খালিসপুরের মেঘনায় অর্ধশত নৌকা নিয়ে অভিযানকারী দলকে ঘিরে ফেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মাহফুজ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম বাদী হয়ে ৩১২ জেলেকে আসামি করে মামলা করেছেন।

এর আগে গত সোমবার মেঘনার আবুপুরে জেলেরা সংঘবদ্ধভাবে হামলা চালান। এতে অভিযানে থাকা এক পুলিশ সদস্য আহত হন। গত মঙ্গলবার মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, কীর্তনখোলায় অভিযান চালিয়ে আটক করা চারজন একজন বাবুর্চি ও একজন লেবার। ড. বিমল বলেন, সম্প্রতি আটককৃতদের বড় অংশই ভাড়াটে শ্রমিক। বেশ কয়েকটি চক্র ভাড়ায় লোক এনে ইলিশ ধরাচ্ছে। এদের ধরতে গেলেই প্রত্যন্ত এলাকায় হামলার শিকার হতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান বলেন, এই দুর্বৃত্তদের ধরতে বড় ধরনের অভিযান করব। রাতেই একটি শক্তিশালী দল মেঘনায় সাঁড়াশি অভিযান চালাবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ