হোম > ছাপা সংস্করণ

পুলিশ দেখে ভোঁ-দৌড় ভেজাল গুড় তৈরির কারিগরদের

রাজশাহী প্রতিনিধি

চারঘাট উপজেলায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশ দেখে ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়েছেন ভোঁ-দৌড়ে। তাই পুলিশ কাউকে ধরতে পারেনি। তবে কারখানাটি থেকে বেশকিছু ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের সদস্যরা চারঘাটের বাসুদেবপুর গ্রামে এ অভিযান চালান। জেলা ডিবি পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ সাত-আটজন। তাঁরা চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যান। তবে সেখান থেকে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ নিয়ে গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ