চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেল–আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতেরা হলো আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ঈদগাহপাড়ার আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন (১৭)। তারা দুজন নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তারা দুজন বন্ধু ছিল।
আহতেরা হলেন আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজমদ্দীন কেসলু (৩৫), আঠারখাদা গ্রামের বিজয় কুমারের ছেলে তপন কুমার (৩৫) ও সদর উপজেলার কুঁকিয়া চাঁদপুর গ্রামের কুরবান আলীর ছেলে শাহীন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়ামারা ব্রিজের অদূরে পটলার পীর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এ সময় দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হয়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়। পরে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহত তিনজন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।