ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) নির্মাণ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু কর্নার’। গতকাল সোমবার দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু কর্নার’ নির্মাণের স্থান পরিদর্শন করেন মেয়র মো. ইকরামূল হক টিটু। এ সময় মেয়র বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন।
সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী আজহারুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র মো. ইকরামূল টিটু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
মেয়র আরও বলেন, আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শুধু কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী মানুষের সব সময় উন্নয়ন ভাবনা নিয়ে চিন্তা করেন বলেও মন্তব্য করেন তিনি।