ঢাকার সাভারের আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকার বাসাবাড়িতে ব্যবহৃত অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার আমতলা, জহরচাঁন্দা ও বেলমা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম জানান, কাঠগড়া আমতলা, বেলমা ও জহরচাঁন্দা এলাকায় অবৈধভাবে নেওয়া চার শতাধিক পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অপরাধে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে পাইপ, চুলা, ও রাইজার জব্দ করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।