উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ইউরোপ ও আমেরিকা শীর্ষে থাকলেও এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও পিছিয়ে নেই। প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী এশিয়ার বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত এশিয়ায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর বিপুল পরিমাণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাভিত্তিক কাজ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। খুব অল্প সময়েই বিশ্ববিদ্যালয়টি তাদের আন্তর্জাতিক মানের পড়াশোনা ও গবেষণা কাজের দ্বারা বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠে এসেছে। এখানে শুধু স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি দেওয়া হয়ে থাকে। এখানে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে কোনো প্রোগ্রাম নেই। এখানে আপনি কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন। যদি আপনি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্ভাবনী ও গবেষণাকাজে আগ্রহী হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে এবং গবেষণার কাজে আগ্রহী করে তুলতে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে আপনি প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের অধীনে পড়াশোনা করার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
দিরহাম হাতখরচ দেওয়া হবে। আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ক্যাম্পাসের বাইরে থাকার জন্য অতিরিক্ত ৫০০০ দিরহাম দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন প্রক্রিয়া
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৩।
অনুবাদ: সাদিয়া আফরিন হীরা