হোম > ছাপা সংস্করণ

রায়পুরার বোরোর জমি তৈরিতে ব্যস্ত কৃষকেরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার ধান চাষিরা বোরো ধানের জমি তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। সামনে বোরো মৌসুম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ধানের বীজতলা প্রস্তুত হয়েছে প্রায় ৫১৭ হেক্টর জমিতে। এখন চলছে সেই বীজতলার পরিচর্যা, ধানের চারা তোলা ও জমি তৈরির কাজ। স্থানীয় কৃষকেরা বলছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। তবুও ধান চাষেই লাভবান হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাঁরা।

গত সোমবার উপজেলার মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, হোগলাকান্দিসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন। অনেক বীজতলায় ধান রোপণ করেছেন। অনেকে পরিচর্যায় ব্যস্ত অনেকে।

ধান চাষি সাইফুল ইসলাম নেমের এক কৃষক বলেন, তেলের দাম বাড়ায় খরচ বাড়ছে। তবুও আশায় বুক বেঁধে ধানের বীজ বপন করেছি।’

আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সব কৃষকই বর্গা চাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে অনেকেই। তবুও ধানই এই অঞ্চলের কৃষকদের আশা ভরসা। তাই আগে ভাগেই সবাই যত্ন নিয়ে বীজতলা তৈরি করছে। কারণ ভালো চারা থেকেই ভালো ধান হয়।’

উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে ৪ হাজার ২শ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার সার কীটনাশক বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বছর বোরো লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ হেক্টর। চলতি বছর ১ হাজার ১১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, বিগত বছরগুলোতে এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ করা হয়েছে। আশা করছি, এ বছরও বোরো ধানের ব্যাপক আবাদ হবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর তেলের দাম বেশি। তাই চাষাবাদের খরচ কিছুটা বাড়বে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ