নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে স্বপ্ন পূরণ করলেন ইতালিপ্রবাসী কাউসার আহমেদ। গত শুক্রবার উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। কাউসার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের বাসিন্দা। কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। হেলিকপ্টারে আসা বর দেখতে জড়ো হয় আশপাশের হাজারো মানুষ।
এ দিকে বালিয়াকান্দি এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে ভিড় করেছেন হাজারো মানুষ।
বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।
বর কাউসার আহমেদ বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।’