হোম > ছাপা সংস্করণ

তৃতীয় ধাপে ৩৫ ইউপি নির্বাচন

যশোর প্রতিনিধি

রাত পোহালেই যশোরের মনিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় ৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

আগামীকাল রোববার তৃতীয় ধাপে সারা দেশের সঙ্গে জেলার তিনটি উপজেলার এসব ইউপিতে নির্বাচন হবে। তবে সীমান্ত জটিলতার কারণে শার্শার বেনাপোল ইউপিতে এবার ভোট হচ্ছে না।

গতকাল শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ হয়েছে।

এ দিকে ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। স্ব-স্ব কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাকস পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরের হরিহরনগর বাদে বাকি ১৬ ইউপিতে ভোট হবে। এগুলো হলো রোহিতা, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মনিরামপুর, খেদাপাড়া, ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খাঁনপুর, দূর্বাডাঙা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর।

শার্শার বেনাপোল ছাড়া বাকি ১০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে রয়েছে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর। তবে বেনাপোল ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এখানে নির্বাচন হচ্ছে না।

বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই কাল ভোট হবে। এসব ইউপির মধ্যে রয়েছে জহরপুর, বনদবিলা, রায়পুর, নারিকেলবাড়িয়া, ধলগ্রাম, দোহাকুলা, দরাজহাট, বাসুয়াড়ী ও জামদিয়া। এর মধ্যে রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

নির্বাচনে প্রতিটি ইউপিতেই এবার আওয়ামী লীগের নৌকার বিদ্রোহী প্রার্থীরা সরব রয়েছেন। ফলে তৃণমূলের নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন দলীয় প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে তিনটি উপজেলাতেই বিদ্রোহী প্রার্থী ও প্রকাশ্যে তাঁদের সমর্থনকারীদের বহিষ্কার করা হয়েছে। তারপরও অনেকটাই নিয়ন্ত্রণহীন অবস্থা রয়েছেন নৌকার বিদ্রোহী প্রার্থীরা।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দল কঠোর অবস্থানে রয়েছে। তাঁদের বিষয়ে আমরা ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ