জৈন্তাপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান পাঁচ মৌজা কল্যাণ সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার নিজপাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও আতিকুর রহমান মনাফের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালিক পাখি।
প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ৷
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুস সামাদ, সিদ্দিক মিয়া, হরমুজ আলী, আজির উদ্দিন। নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, ইউপি সদস্য মনসুর আহমদ, রিম্পা রানি বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মনির আহমদ, আব্দুস সালাম, কাদির আহমদ, জামাল উদ্দিন।