হোম > ছাপা সংস্করণ

সংক্রমণ উদ্বেগজনক হলেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রশাসনের বেঁধে দেওয়া বিধি-নিষেধ মানছেন না অধিকাংশ মানুষ। কারওর মুখে মাস্ক নেই বললেই চলে। দু-একজন মাস্ক পরলেও রেখেছেন থুতনির নিচে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনসহ বাজার, রেস্টুরেন্ট, চায়ের দোকান সব জায়গায় মানুষের ভিড় লেগে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক সপ্তাহে ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৪৮ ঘণ্টার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ১০ শতাংশ। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন ৩ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৪৮ জন। ১ লাখ ৪৫ হাজার ৪৬৫ জনকে করোনার টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৮৩ হাজার ২০৪ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৮৯২ জন। এ ছাড়া ১৭ হাজার ৮৮০ শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘ইতিমধ্যে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের দিক থেকে কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন সচেতন না হলে সংক্রমণ আরও দ্রুত বাড়বে, পরিস্থিতি ভয়াবহ হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ