বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় জেলা হত্যা দিবসের প্রস্তুতি সভায় তিনি তাঁদের সতর্ক করেন।
সাংসদ বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছেন তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের সামনে রাজনীতি ও জনপ্রতিনিধি হওয়ার সুযোগ রয়েছে। তাঁদের ধৈর্য ধরতে হবে।