হোম > ছাপা সংস্করণ

ঢাকা অচল করে দেওয়ার হুমকি

সিলেট সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সিলেটে মহাসমাবেশ করছে বিএনপি। গতকাল বেলা আড়াইটার দিকে নগরীর রেজিস্টারি মাঠে এ সমাবেশ করা হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিভাগে বিভাগে সমাবেশ না ডেকে ঢাকায় মহাসমাবেশ ডাকেন। আমরা ঢাকা অচল করে দেব। নয় মাস লড়াই করে দেশ স্বাধীন করেছি। মাসখানেক লড়াই করতে পারলেই এই সকারের পতন ঘটাতে পারব।’

এর আগে সমাবেশ উপলক্ষে দুপুর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে হাজির হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ঘণ্টাখানেকের মধ্যে লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশের স্থান।

সমাবেশে প্রধান অতিথির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সুহেল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক, তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, মাহবুবুল আলম ফয়সলসহ সিলেট জেলা ও বিভাগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ