হোম > ছাপা সংস্করণ

কপোতাক্ষ নদে মিলল ক্ষতবিক্ষত লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ নদ থেকে এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে রিয়াদ খান (১৮) নামের এ তরুণের লাশ উদ্ধার করা হয়।

তিনি এলাঙ্গী ইউনিয়নের সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।

রিয়াদের ভাই রবি খান বলেন, ‘গত মঙ্গলবার রাত ৯টার সময় আমার সঙ্গে মোবাইলে কথা হয়। ওই সময়ও সে চালের কলে ছিল। রাতে বাড়িতে গেছে কিনা জানতাম না। বেলা ১১টার দিকে জানতে পারলাম কপোতাক্ষ নদে একটা লাশ ভাসছে। তবে জানতাম না যে, এটা আমার ভাই রিয়াদের লাশ।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঝিনু মিয়ার বাগান বাড়িতে কে বা কারা পিকনিক করেছে। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে পিকনিক করার বিভিন্ন সরঞ্জাম।

জানা যায়, সলেমান খানের দুই স্ত্রী। রিয়াদ খান দ্বিতীয় স্ত্রীর ছেলে। ৯ ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি।

বলাবাড়ির মধ্য এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান ও মৃতের চাচা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট মানুষ। তাঁকে কেন মারল এটা বুঝতে পারছি না। আর কে বা মারল। তার সঙ্গে তো কারও কোনো শত্রুতা ছিল না।’

এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের পর বলা যাবে কেন আর কারা এ হত্যায় জড়িত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক পুঁটলি ডেনটোরাইট আঠা উদ্ধার করেছে। এ ছাড়া হত্যায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ