হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাবের দাবি তাঁরা মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার দুপুরে র্যাব ৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটকেরা হলেন-চুনারুঘাটের চাঁন্দপুরবস্তি এলাকার মো. তারেক মিয়া (২৫) ও একই উপজেলার বাগারুক এলাকার মো. জামাল হোসেন (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে চুনারুঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করেছে। পরে রোববার সকালে উদ্ধার করা মালামালসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়।