দেশের পর্যটন বিকাশে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর আয়োজনে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ইলিশের মাধ্যমে দেশের পর্যটন বিকাশ সম্ভব। এ জন্য ইলিশ মাছকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উপস্থাপনের দরকার হবে। ইলিশের মাধ্যমে উপকূলীয় পর্যটনও বিকাশ লাভ করবে।’
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ইলিশের মতো দেশীয় ঐতিহ্যকে সামনে রেখে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বাদল চৌধুরী।