স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের মতো গাজীপুরেও প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। আগামীকাল থেকে শুরু করে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
গাজীপুরের পাঁচটি উপজেলা, একটি সিটি করপোরেশন ও তিনটি পৌরসভার ১ হাজার ৪২৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৬৭ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের ৫ লাখ ৩৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।