নাটোরের লালপুরের ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ১৭টি সিম কার্ড জব্দ করে র্যাব।
লালপুর থানা ওসি মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল গ্রেপ্তার কিশোরদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।