হোম > ছাপা সংস্করণ

সহপাঠীকে স্বাবলম্বী করতে অর্থসহায়তা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সহপাঠীরা এক স্কুলবন্ধুকে ব্যবসায়িকভাবে স্বাবলম্বী করতে ব্যবসার পুঁজি হিসেবে ৫০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট দিয়ে সহযোগিতা করেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে এ মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন মাউবি-৯৯ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।

অনুদান দেওয়ার সময় মানিকপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছানা উল্যাহ, অভিভাবক সদস্য সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পলাশ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন শামীম, স্কুলের প্রাক্তন ছাত্র বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাউবি-৯৯ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল হক বাবুল, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সদস্য আমিরুল ইসলাম শিপন উপস্থিত ছিলেন।

সহায়তা পাওয়া সহপাঠী (নাম প্রকাশে অনিচ্ছুক) আবেগাপ্লুত হয়ে বলেন, ‘করোনা পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা অবস্থায় আমার ব্যবসার খুব খারাপ অবস্থা চলছিল। এ খবর পেয়ে বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে। আশা করি, তাদের এ সহায়তা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারব।’

মাউবি-৯৯ ফাউন্ডেশনের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, ইতিপূর্বে এক বন্ধুর স্বামীর চিকিৎসায় এক লাখ টাকা, এক বন্ধুর অকাল মৃত্যুতে তাঁর ছেলেমেয়েদের পড়ালেখার খরচ বাবদ ১০ হাজার টাকা, এখন এক বন্ধুকে স্বাবলম্বী করতে ৫০ হাজার টাকা এবং বিগত করোনাকালীন মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিক দুস্থ ছাত্র-ছাত্রীকে খাদ্যসহায়তা ও ঈদ উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সহপাঠী এবং এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং কন্যাদায়গ্রস্ত পিতাদের পাশে দাঁড়াবে মাউবি-৯৯ ফাউন্ডেশন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ