মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে বিনা মূল্যে সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্র (কম্বাইন্ড হারভেস্টর) বিতরণের উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদে এর উদ্বোধন করা হয়।
ইউএনও ফাহমিদা হকের সভাপতিত্বে ও বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।