হোম > ছাপা সংস্করণ

তারকাদের মানহানি মামলা

হলিউড-বলিউড তারকারা তাঁদের সম্মান বাঁচাতে অনেকেই যান আদালতে, করেন মানহানির মামলা। এমনই এক মানহানির মামলায় সম্প্রতি জয় পেয়েছেন জনি ডেপ। এমন হাইপ্রোফাইল মামলা আগেও গড়িয়েছে আদালত পর্যন্ত।

টম ক্রুজ মানহানির মামলা করেছিলেন একজন সমকামী পর্নো অভিনেতার বিরুদ্ধে। ওই অভিনেতার দাবি ছিল, টমের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও আছে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে ১০ মিলিয়ন ডলার জিতেছিলেন টম ক্রুজ। সংবাদমাধ্যম ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করেছিলেন কেট উইন্সলেট। কেটকে হেয় করে একটি আর্টিকেল প্রকাশ করায় মামলাটি করেছিলেন অভিনেত্রী। মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪০ হাজার ডলার পান কেট। কেইরা নাইটলি, কেট হাডসনও ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ ছাড়া মানহানি মামলা করে জিতেছেন জিম ক্যারি, শন পেন, ক্যামেরুন ডায়াজ, কেটি হোমস, রাসেল ব্রান্ড, রিবেল উইলসনের মতো হলিউড তারকারাও।

বলিউড তারকাদের মানহানি মামলা জিতে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন এমন নজির খুব একটা পাওয়া যায়নি। তবে আলোচনা তৈরি করেছে এমন অনেক মানহানি মামলাই হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে বলিউডের একাধিক তারকাকে জড়িয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। সংবাদগুলোকে ‘মানহানিকর’ অভিহিত করে মামলা করে বলিউডের ৩৪টি প্রযোজনা সংস্থা ও সংগঠন।

গত বছর অক্ষয় কুমার বিহারের একজন ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপি মানহানির মামলা করেন। সালমান খান একটি টিভি চ্যানেলের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন। এ ছাড়া নিজেদের ‘মান’ বাঁচাতে আদালতে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেঠি, কঙ্গনা রনৌতসহ অনেকে। তবে সে সব মামলার বেশিরভাগই অমীমাংসিত রয়ে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ