হোম > ছাপা সংস্করণ

মহাসড়কের পাশে মজুত করা হতো চোরাই তেল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে থাকা ভাসমান দোকানে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাব। গত বুধবার গভীর রাতে উপজেলার পোর্ট লিংক রোডের গোল চত্বরসংলগ্ন এলাকার ভাসমান দোকান থেকে দুজনকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে র‍্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের তপোবন এলাকার মুনির আহাম্মদ (৪৩) ও চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর এলাকার বাসিন্দা মো. নুরুল কবির।

পরিদর্শক (তদন্ত) সুমান বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই তেল মজুত করার খবর পেয়ে অবৈধ ভাসমান দোকানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৭টি বড় টিনের ড্রামে থাকা ১ হাজার ২০০ লিটার ডিজেল, ২ হাজার ৩০০ লিটার চোরাই অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাই তেল বিক্রির নগদ ২ লাখ ৩৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

সুমন আরও জানান, গতকাল সকালে র‍্যাবের ডিএডি মো. মামুন হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়। এ সময় জব্দ করা চোরাই তেল ও নগদ টাকা থানায় হস্তান্তর করা হয়। পরে আটক দুই কারবারি গ্রেপ্তার দেখিয়ে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ