পীরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময়ও করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ১১৭ জন নির্বাচনী কর্মকর্তা এবং আট ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।
প্রধান অতিথি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা দরকার আমরা করব। কেউ আচরণবিধি লঙ্ঘন করবেন না।’ নিরপেক্ষ নির্বাচন করতে সবাইকে তিনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী প্রমুখ।