কক্সবাজারের রামুতে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রামু খিজারী হাইস্কুল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে বঙ্গবন্ধু উৎসব পরিষদের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিশ্ব নেতারা আজ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করছে। এতেই প্রমাণিত হয় বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্ব আজ এ দেশের জন্য, উন্নয়নের জন্য অপরিহার্য।
কিশোর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিত দে, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৭ দিনের এই উৎসবে মুক্তিযুদ্ধের গান নাটক পরিবেশনের পাশাপাশি, জাতির পিতার রাজনীতি ও দর্শন নিয়ে আলোকপাত করা হবে। এই উৎসব শেষ হবে ১৭ মার্চ।