‘হাসি মুখে করব দান, রক্তদানে বাঁচবে প্রাণ’ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড ডোনার্স অব শিমুলকান্দি (বিডিএস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি ক্যাম্পিংয়ের আয়োজন করে। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডা. আব্দুল আওয়াল। এ সময় অতিথি ছিলেন, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও সহকারী শিক্ষক পারুল বেগম। আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা তোফায়েল সরকার ও উপদেষ্টা দেলোয়ার হোসেন।