নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘পক্ষপাতমূলক আচরণ করলে, কাউকে ছাড় দেওয়া হবে না। সেটা যদি রিটার্নিং কর্মকর্তা করে বা যদি আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত কোনো বাহিনী করেন; সবার বিরুদ্ধেই আইনের ব্যবস্থা আছে।’
গত শনিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বেগম কবিতা খানম এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম।
বেগম কবিতা খানম আরও বলেন, ‘অসুষ্ঠু নির্বাচন আমরা কেউ চাই না। আপনারাও চান না। আপনারা যাঁরা প্রার্থী, তাঁরা ভোটারকে আকৃষ্ট করবেন-আপনার কথা দিয়ে। পেশি দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে; আপনার ব্যবহার দিয়ে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটা সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে-সেটা নির্বাচনের দিন থেকে শুরু করে, ফলাফল পর্যন্ত, ফলাফলের পরের দিন পর্যন্ত; সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করবেন। তাহলেই দেখবেন-আপনি, আমরা, আমাদের ছেলেমেয়েরা সবাই আমরা নিরাপদ।’