হোম > ছাপা সংস্করণ

খুবির সঙ্গে কাজ করবে বিআইপি

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। গত সোমবার বিকেলে বিআইপির খুলনা চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্যরা খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

কমিটির নেতারা এ সময় উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিআইপির সদস্যরা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে পরিকল্পনাবিদদের ভূমিকা উল্লেখ করেন। এ সময় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের পরিকল্পনাবিদদের জাতীয় উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করার বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও বিভিন্ন কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। এ অঞ্চলের এবং জাতীয় পর্যায়ের যেকোনো ক্ষেত্রে/উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় সহযোগিতার জন্য প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যরা সবাই ইউআরপি ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট এবং তারা কেসিসি, কেডিএসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিআইপি খুলনা চ্যাপ্টারের সভাপতি আবির উল জব্বার, সহসভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ও সদস্য (প্রোগ্রাম) আসিফ আহমেদ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ